• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

আসিফ ফিরিয়ে দিলেন বিটিভিতে গান গাওয়ার প্রস্তাব

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর বহুদিন ধরেই দেশে কোনো টিভি প্রোগ্রামে অংশ নিচ্ছেন না। এর কারণ আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্কের ছন্দপতন।

বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় বিগত ১৬ বছর নানাভাবেই অবহেলিত ছিলেন তিনি। তবে সম্প্রতি শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ টেলিভিশন ও বেতারে গান গাওয়ার প্রস্তাব পেয়েছেন এই গায়ক।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যত্থানের পর আসিফের কাছে গান গাওয়ার প্রস্তাব দেন টেলিভিশন ও বেতার কর্তৃপক্ষ। কিন্তু সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন এই শিল্পী।

বুধবার (৪ সেপ্টেম্বর) আসিফ আকবর তার ফেসবুকে একটি স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন। যেখানে গায়ক লিখেছেন, ‘বাংলাদেশ বেতারের একজন কর্মী আমাকে দাওয়াত দিয়েছেন তাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে। মেয়েটির বিনয়ী প্রস্তাব ফিরিয়ে দিতেই হলো। আরো কিছু শুভাকাঙ্ক্ষী বেতারে আছেন, যারা বিগত ষোল বছর আমার গান চালাতে চাইতো, পারত না— এখন পারছে।’

বাংলাদেশ টেলিভিশন থেকেও আসিফের সঙ্গে যোগাযাগ করা হয়। এ তথ্য উল্লেখ করে আসিফ আকবর বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন থেকেও ফোন পেয়েছি। প্রোগ্রাম প্রডিউসার বলেছেন, আপনাকে নিয়ে নতুনভাবে শুরু করতে চাই। তাকেও বিনয়ের সাথে না করে দিয়েছি। আমি নিকট অতীতে দেখেছি বিটিভিতে আমার গান চলেছে ঠিকই, শুধু নামটি বদলে দিয়েছে।’

বেসরকারি টিভি চ্যানেলেও আর গাইতে চান না আসিফ। তা জানিয়ে তিনি বলেন, ‘চব্বিশ বছরের ক্যারিয়ারে (ওয়ান-ইলেভেনসহ) জীবন থেকে চলে গেছে আঠারো বছর। যৌবন পেরিয়ে এখন আমি মধ্যবয়সি। ফাঁকে ফাঁকে বেসরকারি টিভি চ্যানেলে গাইতাম, এখন আর গাই না, সেখানেও আর কখনো গাইব না। এসব নিয়ে আর কষ্টও পাই না। দীর্ঘদিনের অনভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি। সেই মাথা ভরা চুল আর নাই, সাদাও হয়ে গেছে কিছু, চোখের দৃষ্টিও ঝাপসা হয়েছে একটু। তবুও রাষ্ট্রকে ধন্যবাদ আমাকে দেশে থাকতে দেয়ার জন্য।’

আসিফের জায়গায় নতুন কেউ গাওয়ার সুযোগ পাবেন। আর এতেই তার আনন্দ। এ কথা উল্লেখ করে আসিফ আকবর বলেন, ‘গান গাওয়া আমার পেশা, মঞ্চে গাইব আর অল্প কয়েকটা বছর। কোটি মানুষ আমাকে ভালোবাসে, তাদের সামনে গাইবার ইচ্ছা আছে, নিশ্চয়ই তারাও বঞ্চিত হয়েছেন! বেতার/ বিটিভিতে আমার জায়গায় সুযোগ পাবে অন্য কেউ একজন, সেখানেই আনন্দ খুঁজে নেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ