• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

পদত্যাগ করলেন নাঈমুর রহমান দুর্জয়

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন নাঈমুর রহমান দুর্জয়। বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।

বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক দুর্জয় তিন মেয়াদে বিসিবির পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তবে তৃতীয়বার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরে দাঁড়ালেন তিনি। সর্বশেষ মেয়াদে তিনি ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান। এর আগে ছিলেন বাংলাদেশ ক্রিকেটের হাই-পারফর্ম্যান্স ইউনিটের প্রধান।

সরকার পরিবর্তনের পর বিসিবি প্রধানের পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। এরপর দায়িত্ব নেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। আর পরিচালক পদ থেকে পদত্যাগ করেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এবং অপসারিত হন আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। এতকিছু ঘটে গেলেও এতদিন বোর্ডের কোনও কার্যক্রমে ছিলেন না দুর্জয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ