• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুরে ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপভ্যানের হেলপার (অজ্ঞাত, ২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল উদ্যানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল উদ্যানের সামনে পিকআপভ্যান ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। নিহত যুবকের মরদেহ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন জানান, সকাল ৭টার পরপরই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর আসার পথে ভাওয়াল উদ্যানের ৩ নম্বর গেটের সামনে একটি ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপভ্যানে থাকা হেল্পার ঘটনাস্থলে নিহত হন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা দেখে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ