• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন

নওগাঁর বদলগাছিতে পটলক্ষেতে মিলল ব‍্যবসায়ীর মরদেহ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

নওগাঁর বদলগাছি উপজেলার খলসি গ্রামে পটলক্ষেত থেকে ফয়জুল (৫০) নামে এক গুড় ব‍্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ফয়জুল বদলগাছি উপজেলার বালুভরা ইউপির ঢেকরা গ্রামের বাসিন্দা।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ফয়জুল বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার রাতে খসলি মোড়ে চা খেয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। অনেক খুঁজেও রাতে তার সন্ধান পায়নি পরিবার। পরে সকালে স্থানীয় কয়েকজন কৃষক গ্রামের পটলক্ষেতে কাজ করতে গিয়ে ফয়জুলের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ