• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

দেশব্যাপী ‘শহীদি মার্চ’ করছে ছাত্র জনতা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী ‘শহীদি মার্চ’ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে দেশব্যাপী শুরু হয়েছে এই কর্মসূচি। তবে কিছুটা দেরি করে বিকাল সাড়ে ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে পদযাত্রা শুরু করেছে শিক্ষার্থীরা। এতে উপস্থিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা কলেজসহ আশপাশের বেশ কয়েকটি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পাশাপাশি এতে চাকরিজীবী ও সাধারণ মানুষও অংশগ্রহণ করেছে। রয়েছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।

এর আগে আজ বেলা ২টা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে দেখা যায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের। তাদের সাথে আশপাশের আরো কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও উপস্থিত হয়।

পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে ঢাকার বাইরে দেশের প্রতিটি জেলা উপজেলায় এ কর্মসূচি পালন পরা হচ্ছে বলে জানা যায়। এর আগে গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিকাল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শহীদি মার্চ শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বেলা সাড়ে ৩টায়। এরপর নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ