• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

সাতক্ষীরার সীমান্ত থেকে এক কেজি আইস জব্দ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস), এক বোতল ভারতীয় এলএসডি ও এক বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, মাদকের চালান পাচার করে দেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক কাজী হুরমুজ আলীর নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্তের কেড়াগাছি এলাকায় অবস্থান করে। একপর্যায়ে মাদক চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালাতে গেলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ওই স্থান থেকে এক কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস), এক বোতল ভারতীয় এলএসডি ও এক বোতল বিদেশি মদ জব্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ