• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

পাচারের সময় জব্দ ইলিশ মাছ

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
ছবি : সংগৃহীত

ভারতে পাচারের সময় দুই বক্সে রাখা ১৮ পিস ইলিশ মাছ জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির আওতাধীন অলিনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা। রোববার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মিরসরাইয়ের করেরহাটের অলিনগর (আমলীঘাট) এলাকায় টহল দলের সদস্যরা এসব মাছ জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করে অলিনগর বিজিবি ক্যাম্প কমান্ডার কমান্ডার খুরশিদ আলম জানান, অলিনগর বিওপির নিয়মিত টহল দলের কমান্ডার হাবিলদার হোসেন মিয়ার নেতৃত্বে টহল পরিচালনা করা হয়। রোববার দিবাগত রাত আনুমানিক সোয়া ১১টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অলিনগর (আমলীঘাট, ফেনী নদীর পাড়ে) মেইনপিলার নম্বর ২২০-এর ৪ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুটি বক্সে করে ১৮ পিস বাংলাদেশী ইলিশ মাছ ভারতে পাচার হচ্ছিল। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাছগুলো রেখে পালিয়ে যায়।

মালিক বিহীন মাছের বক্স দুটি জব্দ করে ক্যাম্প নিয়ে আসা হয়। পরবর্তীতে সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অলিনগর নামক স্থানে নিলামের আয়োজন করে ইলিশ মাছগুলো। সর্বোচ্চ দরদাতার কাছে ২১ হাজার ৬০০ টাকা মূল্যে নিলামে বিক্রি করা হয়। অবৈধভাবে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে আমলীঘাট, ফেনী নদীর পাড়ে টহল আরো জোরদার করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ