• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

পঞ্চগড়ে বন্ধ সুগার মিলে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

পঞ্চগড়ে লোকসানের মুখে বন্ধ হয়ে থাকা সুগার মিলের প্রায় ১৫০ কেজি ওজনের ৬ বান্ডিল পিতলের পাইপ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই যুবক। পরে তাদের সেনাবাহিনীর মাধ্যমে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটকরা হলেন- পঞ্চগড়ের পূর্ব শিকারপুর এলাকার তছলিম উদ্দীনের ছেলে তারিকুল ও পশ্চিম শিকারপুর এলাকার সৈয়দ আলীর ছেলে আজাদ আলী। এর মধ্যে আজাদ আলী ইজিবাইকচালক বলে জানা গেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সুগার মিলে ঢুকে চুরি শেষে দক্ষিণ সীমানা প্রাচীর দিয়ে পালানোর সময় তাদের আটক করে স্থানীয়রা।

স্থানীয়রা বলছেন, সু কৌশলে তারা চুরি করে পালানোর সময় আটক হয়েছে। তবে সংরক্ষিত একটি এলাকা এটি। এখানে ভেতরের কারো সহায়তা ছাড়া এই চুরি সম্ভব না। আমরা দাবি জানাচ্ছি জড়িতদের দ্রুত শনাক্ত করে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে তাদের আটক করে রাখা হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে তাদের থানায় নিয়ে যায়। চুরির ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্তসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ