• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৫২ অপরাহ্ন

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আবু হোসেন (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে ওই দিন সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবু হোসেন পলাশবাড়ী পৌরসভার রাইগ্রামের খাদেম হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে যাত্রীবাহী ইজিবাইক নিয়ে জুনদহ বাজার এলাকা থেকে পলাশবাড়ী শহরের দিকে আসছিলেন আবু হোসেন। এসময় বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়।

এতে আবু হোসেনসহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আবু হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে আবু হোসেনের মৃত্যু হয়।

অপর আহত দুইজন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ