• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

ব্ল্যাক ফ্রাইডের ছাড়ে ধোঁকা, আইফোনের বক্সে ১১ টুকরো আলু!

আপডেটঃ : বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বিভিন্ন পণ্যে বিশাল ছাড় দেয়া হয়। তেমনই এক ছাড়ের অফারে মারাত্মক ধোঁকা খেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের এক নারী।
১০০ ডলার দিয়ে আইফোন সিক্স কেনার পর তিনি দেখেন সেখানে ফোনের বদলে রয়েছে ১১ টুকরা ময়লা আলু! ফোনের প্যাকেটে একটি অ্যান্ড্রয়েড ফোনের চার্জারও ছিল। ওই নারী জানিয়েছেন, একটি কালো ভ্যান ব্ল্যাক ফ্রাইডে সেল পোস্টার লাগিয়ে জামা, জুতা, পার্স, ডিভিডি, সিডি, ফোন ও ল্যাপটপ বিক্রি করছিল। ট্রাকে থাকা বিক্রেতা তাকে আইফোন সিক্স মাত্র ১০০ ডলারে অফার করে।
ওই নারী বলেন, আমি ফোনটি নিয়ে খেলেছি এবং চেকও করেছি। আমি তাকে ফোনটিতে কল দিতে বলি এবং সে সেটাও করে। তখন আমি বলি এটাতো ঠিকঠাকই মনে হচ্ছে, আমি এটা নেব। কিন্তু ঘরে ফিরে বক্স খুলে দেখেন ভেতরে কতগুলা আলুর টুকরো। ওই ব্যক্তি প্যাকেট করার সময় তাকে ধোঁকা দিয়ে গেছে। তিনি বলেন, আমি আমার কিচেনে বসে মোবাইলটি খোলার পরে দেখি সে আমাকে আলুভর্তি বাক্স বিক্রি করে গেছে। আলু ছাড়া বক্সের মধ্যে একটি অ্যান্ড্রয়েড ফোনের চার্জার ছিল। ডেইলি মেইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ