কায়েস কাওছার, সিরাজগঞ্জ সংবাদদাতাঃ সিরাজগঞ্জে সদর উপজেলা স্কাউটসের এডহক কমিটির অধিনে ( এৈ- বার্ষিক) কাউন্সিল সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৫ জানুয়ারি) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পৌর শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা আয়োজনে কাউন্সিল সভার প্রথম অধিবেশনের
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত, গীতাপাঠ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে ও জেলা স্কাউটসের সাবেক সহ-সভাপতি মরহুম আবু তাহের মিয়া ( এলটি) প্রতি শ্রদ্ধানিবেদন করে ১ মিনিট নিরবতা পালনের মধ্যেদিয়ে দিনব্যাপী উপজেলা স্কাউটসের কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন
,বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলাএডহক কমিটি আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা এডহক কমিটি সদস্য সাংবাদিক মোঃ হোসেন আলী (ছোট্ট)।
এ সময়ে কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সদস্য সচিব এডহক কমিটি, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা এলিজা সুলতানা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস, এর এডহক কমিটির সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ,এডহক কমিটি যুগ্ম- আহবায়ক সমাজ উন্নয়ন স্বাস্থ্য মোঃ সায়েত বাসিত, বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-৩, হার্ড) পয়েন্ট, সিরাজগঞ্জ (সিরাজগঞ্জ ও পাবনা জেলা) সহকারী পরিচালক মো: জামাল উদ্দীন,সিরাজগঞ্জ জেলা স্কাউটসের এলটি প্রতিনিধি সরকার ছানোয়ার হোসেন, ( এলটি), সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম এম কামরুল হাসান ( প্রেসিডেন্ট রোভার স্কাউট),
বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা সাবেক সফল কমিশনার মোঃ সাজেদুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা এডহক কমিটি সদস্য মোঃ রফিকুল ইসলাম, পারভেজ সরকার, প্রমুখ।
উল্লেখ্যঃ অধিবেশনের দ্বিতীয় অংশে পরবর্তী তিন বৎসরের জন্য কমিটি গঠনের লক্ষ্যে প্রার্থী আহ্বান করা হয়। কিন্তু একাধিক প্রার্থিতা থাকায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা স্কাউটস এর কমিশনার পদে হাসনা মুজিব লুৎফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম এবং সম্পাদক পদে শ্যামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদের ইমন সর্বাধিক ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হয়। এছাড়াও আলোচনার মাধ্যমে সহ সভাপতি এবং অন্যান্য নির্ধারিত পদে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়গুলোর মধ্য থেকে মনোনয়ন প্রদান করা হয়।