চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে ওয়াদুদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) স্টেশনে পৌঁছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করেন।
নিহত ওয়াদুদু হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন হাসপাতালপাড়ার আজমত আলীর ছেলে। এর আগে রাত ৩টার দিকে খুলনা থেকে ছেড়ে মেইল ট্রেন নকশিকাঁথা এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) জগদীশ বসু ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে কর্তব্যরত স্টেশন মাস্টার বিষয়টি জানালে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। ঝিনাইদহ পিবিআই পুলিশকে খবর দেওয়া হলে তারা সকালে এসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে। আমরা সেই ঠিকানা অনুযায়ী পরিবারের সদস্যদের খোঁজার চেষ্টা করছি।