• বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
শান্তিরক্ষী মিশনে মনোনীত করা হবে না মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সেনা বা পুলিশ সদস্যদের আজহারী পোস্টে আয়নাঘর নিয়ে যা বললেন জাতিসংঘের প্রতিবদনে মির্জা ফখরুলের স্বস্তি প্রকাশ ঢাবি শিক্ষক শাহমান মৈশান পেলেন ব্রিটিশ কাউন্সিলের সম্মাননা রমজান ঘিরে দ্রব্যমূল্যে বাজার নিয়ে শঙ্কায় মানুষ: কাদের সিদ্দিকী বিশ্বকাপ চলাকালীন সৌদিতে অ্যালকোহল নিষিদ্ধ চট্টগ্রাম বন্দরে ভিড়লো গম বোঝাই আর্জেন্টিনার জাহাজ ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ইংরেজি ভাষায় ৯৯৯ এ কল করে সেবা পাবেন কূটনৈতিক মিশন ও বিদেশিরা ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র সফরে গেলেন মোদী

বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাতে দেশ ছাড়ছে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির। এই আসরের জন্য ইতোমধ্যেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে দলগুলো। অনেকেই শুরু করেছে অনুশীলনও। গত কয়েক দিন মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশও।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে সপ্তাহখানেক আগেই দেশ ছাড়ছে বাংলাদেশ দল। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। সেখানে আগামী ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

দেশ ছাড়ার আগে গতকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে আনুষ্ঠানিক ফটোসেশন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখানে অংশ নেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সকল সদস্য।

গতকাল সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লক্ষ্য নিয়ে শান্ত বলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’ একইসঙ্গে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না জানিয়ে শান্ত বলেন, ‘আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার, কোয়ালিটি টিম। আমাদের দলের ওই সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।’

‘আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সঙ্গে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।’-যোগ করেন তিনি।

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ চ্যম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু করবে। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে শান্ত’র দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ