• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিশৃঙ্খলা সৃষ্টি করলে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

মবের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মবের নামে বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে আইনশৃঙ্খলা বাহিনী। কোন জনতা কীসের জন্য মব করে সেটা দেখতে হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের ৬ মাসে দুর্নীতি অনেকটা কমলেও তা সহনীয় পর্যায়ে না। দুর্নীতি কমলেই সব সমস্যার সমাধান হবে।

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধ এই সিদ্ধান্তের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। তবে রোহিঙ্গারা যাতে সুযোগ না নিতে পারে সে জন্য এনআইডি যাচাই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

গত ৫৩ বছর পুলিশদেরকে এভাবে আইনের আওতায় আনা সম্ভব হয়নি, যা অন্তর্বর্তী সরকার করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার ক্যাটাগরিতে কোস্টগার্ডের ৪০ সদস্যকে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে পদক প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় উপদেষ্টা বলেন, মিয়ানমার সীমান্তে কোষ্টগার্ড ও বিজিবি সজাগ রয়েছে এবং সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে দেবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক। তিনি তার বক্তব্যে বলেন, স্বল্প জনবল নিয়েও কোষ্টগার্ড সমুদ্র ও সমুদ্রের সম্পদ রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর অডিও ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। এ বছর কর্মদক্ষতা ও বিশেষ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ