আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদিঘী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি বুলবুল ফারুক মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর, মৃত্যুকালে তিনি স্ত্রী,ভাই, বন্ধু,বান্ধব, দলীয় সহকর্মী আত্মীয়-স্বজনসহ বহুগুনাগাহে রেখে গেছেন।
তিনি শুক্রবার অমর ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দলীয় কর্মসূচির সকল কর্মকাণ্ড শেষ করে বাড়ি ফেরার সকাল ১০টার দিকে সে অসুস্থ বোধ করলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় মৃত্যুবরণ করেন। গতকাল শনিবার বেলা ১১টায় আদমদিঘী রহিম উদ্দীন ডিগ্রি কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা এবং উপজেলার ডহরপুর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।