হাফিজুর রহমান, সাতক্ষীরা:- ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অগ্রণী ব্যাংক পিএলসি সাতক্ষীরা অঞ্চলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সাতক্ষীরা শহরের বাটকেখালী মিশন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রসাশক মোস্তাক আহমেদ।
অগ্রণী ব্যাংক পিএলসি ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ সাতক্ষীরা অঞ্চলের সভাপতি, উপ মহাব্যবস্থাপক ও সাতক্ষীরা অঞ্চল প্রধান মোঃ মশিউল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. নুরুল হুদা। অগ্রণী ব্যাংক পিএলসি ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ সাতক্ষীরা অঞ্চলের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা শাখা প্রধান মো.রাজিবুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ সাতক্ষীরা অঞ্চলের ক্রীড়া সম্পাদক মো. আব্দুল জলিল এর সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার এজিএম মো. জিল্লুর রহমান,শ্যামনগর শাখার এজিএম মো. আব্দুল্লাহ সহ বিভিন্ন শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা – কর্মচারীবৃন্দ ।
এ সময় অতিথিবৃন্দ বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে যেমন এগিয়ে যাচ্ছে, সেই সঙ্গে অগ্রণী ব্যাংকও সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী আনন্দের আহার হলো খেলাধুলা। এই খেলাধুলার মধ্য দিয়ে আহরিত এই আনন্দকে কর্মজীবনে বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সক্ষম হব।
দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্ট শেষে বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অগ্রণী ব্যাংক পিএলসি খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. নুরুল হুদা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, পিও মো. তাহারুল ইসলাম এবং এসপিও মো. আতিয়ার রহমান।