সমাজ ও মানুষের সম্ভাব্য সকল উপায়ে সেবা করার উদ্দেশ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশিয়াল সার্ভিসেস ক্লাব আবার এসেছিল তার অন্যতম প্রসিদ্ধ উদ্যোগ ‘রক্তদান কর্মসূচি’ নিয়ে। এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাঙ্গণে গত ৩ থেকে ৫ ডিসেম্বের, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। রক্তদান যেমন মানুষের প্রয়োজনের জন্য দরকার, একই সঙ্গে রক্তদাতার নিজস্ব স্বাস্থ্য উপকারিতার অংশও জড়িত আছে। রক্তদান ক্যানসার ও ডায়াবেটিসের ঝুঁকি কমায়, হূদপিণ্ড সুস্থ রাখে এবং কলেস্টরেলের মাত্রা স্থিতিশীল রাখে। এ ছাড়া এখানে ৫ ধরনের রক্ত পরীক্ষা করা হয়; যেমন—ম্যালেরিয়া, সিফিলিস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি এবং এইচআইভি। প্রতিবছরের মতো এবারও ক্লাবটি কোয়ান্টাম ফাউন্ডেশনের সঙ্গে জড়িত হয়ে সফল উপায়ে এই কর্মসূচির প্রথম দিন সম্পন্ন করে। প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের উত্সাহী ছাত্রছাত্রীদের অংশগ্রহনে ২২৩টি রক্তের ব্যাগ সংগ্রহ করা হয়। কর্মসূচির প্রথম দিন সফলভাবে আয়োজন করা প্রসঙ্গে ক্লাবের প্রেসিডেন্ট আসিফ মাহমুদ বলেছেন, ‘আমাদের ক্লাবের মূল উদ্দেশ্য হলো মানুষের প্রয়োজনে এগিয়ে আসা। প্রত্যেক বছর অনেক মানুষ রক্তের অভাবে জীবন হারায়। এই উদ্দেশে আমরা রক্তদান কর্মসূচি প্রত্যেক বছর আয়োজন করে থাকি।’