ভিন দেশে নিজের দেশকে তুলে ধরতে হলে সে দেশের গণমাধ্যমে নিজ দেশের সাহিত্য-সংস্কৃতি তুলে ধরতে হবে। আরব আমিরাতের দুবাইয়ে সংহতি সাহিত্য পরিষদ আমিরাত শাখার শরতের আড্ডায় এসব কথা বলেছেন বক্তারা। সংহতি সাহিত্য পরিষদ আমিরাত শাখারসহ সভাপতি সাইদা দিবার সভাপতিত্বে ও সম্পাদক ছড়াকার লুৎফুর রহমানের সঞ্চালনায় আড্ডায় অংশ নেন অধ্যাপক আবদুস সবুর, সাবেক সেনাকর্মকর্তা ও নারীনেত্রী গুলশান আরা, কবি আহমেদ ইফতিখার পাভেল, নৃত্যশিল্পী তিশা সেন, কণ্ঠশিল্পী জাবেদ আহমদ মাসুম, নওজিন স্বর্ণা, সোনিয়া সামিয়া,সঞ্জয় ঘোষ, আমিনুল হক, জাবেদ আহমদ সহ আরও অনেকে।
আড্ডায় শরতের গান কবিতা ও সাহিত্য আলোচনা করা হয়। আড্ডায় জানানো হয়, আগামী বিজয় দিবস সামনে রেখে আরব আমিরাতে বাংলাদেশকে তুলে ধরতে একটি প্রগতিশীল অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।
লুৎফুর রহমান, দুবাই থেকে