জুয়েল ইসলাম শান্ত, ঠাকুরগাঁও প্রতিনিধি:- আজ ১০ এপ্রিল সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। তবে শুরুতেই প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে ঠাকুরগাঁওয়ে অনেক শিক্ষার্থীকে ভিজে ভিজে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেখা গেছে। এছাড়া টানা বৃষ্টির কারণে কিছু পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎবিভ্রাট ঘটে, যার ফলে শিক্ষার্থীদের মোমবাতির আলোতে পরীক্ষা দিতে হয়।
জেলা শিক্ষা কর্মকর্তাদের মতে, ঠাকুরগাঁও জেলায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২২,৭২৪ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসি (সাধারণ) শাখায় ১৭,৯৭৭ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে ২,৮০৮ জন এবং কারিগরি শাখায় ১,৯৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। জেলার মোট ৪০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে এসএসসি পরীক্ষা কেন্দ্র ২৪টি, মাদ্রাসা বোর্ডের ৭টি এবং কারিগরি শাখার ৯টি কেন্দ্র নির্ধারিত হয়েছে।

ছবি সংবাদ সংযোগ
প্রবল বৃষ্টিপাতের কারণে অধিকাংশ পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ চলে যায়, এবং অনেক শিক্ষার্থীকে প্রায় ১ ঘণ্টা মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রাপ্তি জানান, বাইরে ঝড়-বৃষ্টি হওয়ায় আমাদের কক্ষে বিদ্যুৎ ছিল না। ফলে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে। আলো কম থাকায় প্রশ্ন পড়া ও উত্তর লেখা বেশ কষ্টকর ছিল।

ছবি সংবাদ সংযোগ
অপর পরীক্ষার্থী জুবায়ের বলেন, ‘ভিজে কেন্দ্রে এসে ঠাণ্ডায় হাত কাঁপছিল, তারপরেও সাহস করে পরীক্ষা দিয়েছি। মোমবাতির আলোয় লেখাও ভালোভাবে দেখা যাচ্ছিল না।’ পরীক্ষাকেন্দ্রে অপেক্ষারত এক অভিভাবক বলেন, ‘সকাল থেকেই বৃষ্টি। ছেলেমেয়েরা ভিজে কেন্দ্রে এসেছে। কর্তৃপক্ষ আগে থেকে ব্যবস্থা নিলে এই দুর্ভোগ হতো না।’
জেলা শিক্ষা অফিসার মো. শাহীন আকতার বলেন, ‘বৈরী আবহাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে। সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’