কায়েস কাওছার, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেওয়ার প্রেক্ষাপটে ৯ এপ্রিল বুধবার সকাল ১০ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে অত্র বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহন করলেন ইমতিয়াজ উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ইমাম মাওলানা নজাবত হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসমত আলী হাসু।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শিক্ষক প্রতিনিধি জনাব দেলোয়ার হোসেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ ইব্রাহিম মাস্টার, আলহাজ্ব বাকি মাস্টার, আলহাজ্ব আক্তার হোসেন, আলহাজ্ব আব্দুল হাই, জনাব নবী নেওয়াজ,রেজাউল করিম লালন গোলাম মাওলা, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুধাংশু সরকার, সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম।
ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নিযুক্ত সভাপতি ইমতিয়াজ উদ্দিন তার বক্তব্যে বলেন,যে জাতি যত বেশি শিক্ষিত, বিশ্বদরবারে সে জাতি তত বেশি মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত। কাজেই শিক্ষার কোন বিকল্প নেই। একটি সুশিক্ষিত জাতিই উপহার দিতে পারে একটি সুন্দর সমাজ, দেশ, জাতি ও সুন্দর স্বর্ণালী ভবিষ্যৎ। আর এই ভবিষ্যৎ এর ভিত্তি হচ্ছে আমাদের শিশুরা । যখন প্রতিটি শিশু সুশিক্ষায় শিক্ষিত হবে তখন সেই দেশ ও জাতি শান্তি, সমৃদ্ধি ও জাতীর সর্বোচ্চ শিখরে আরোহণ করবে। কাজেই প্রত্যেকেরই মনোযোগী হতে হবে কোমলমতি এই শিশুদের প্রতি। একজন শিল্পী তার শিল্পকে যেভাবে তিলে তিলে কঠোর পরিশ্রমে যত্ন সহকারে গড়ে তোলে, ঠিক তেমনি ভাবে আমরা গড়ে তুলি আমাদের শিক্ষার্থীদের। একটি শিশুর পরিপূর্ণ মেধা বিকাশের উন্মেশের জন্য নতুন কারিকুরাম, সর্বাধুনিক তথ্য প্রযুক্তি, নিয়ম শৃঙ্খলা,আদর, স্নেহ,ভালোবাসা ও সুশাসনের মধ্য দিয়ে আলোকিত মানুষ হিসেবে তৈরী করাই আমাদের ব্রত। প্রতিষ্ঠাকাল থেকে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় বিভিন্ন পর্বে ম্যানেজিং কমিটিতে যাঁরা দায়িত্ব পালন করেছেন, তাঁদের সবার প্রতি, শিক্ষকদের মধ্যে যাঁরা অবসরে গেছেন তাঁদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্যঃ রাজশাহী শিক্ষাবোর্ড এর চেয়ারম্যানের আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক মোঃ জিয়াউল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদন করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ উদ্দিন, অভিভাবক সদস্য মোঃ আব্দুল খালেক, শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ দেলোয়ার হোসেন ও পদাধিকার হমজবলে প্রধান শিক্ষক সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
১৯৬১ সালের সেকশন ৬৪ এ প্রদত্ত ক্ষমতা বলে সরকারের পূর্বানুমদনক্রমে এবং ৬৪ বিধি মোতাবেক ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ২০২৫ সালের ২রা মার্চ থেকে ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন করা হয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এই আদেশে সংশ্লিষ্ট সকলকে কমিটির কার্যক্রম যথাযথভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।