তানোর (রাজশাহী) প্রতিনিধি॥
রাজশাহীর তানোরে বাগান থেকে অপরিপক্ক কাঁচা আম পেড়ে বাগানে ও আড়তে নিয়ে মানবদেহের জন্য ক্ষতিকারক ফরমালিন ও বিভিন্ন কেমিক্যাল (বিঁষ) দিয়ে আম পাকানো ও দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। জানা গেছে, তানোরের চাঁন্দুড়িয়া ইউপির একতারপুর-কাঁঠালপাড়া ও বাকসপুর গ্রামে প্রায় ৬টি আমের আড়তে এসব অপকর্ম করা হচ্ছে। স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা এই এলাকায় আম বাগান কিনে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তার আতœীয়তার পরিচয় দিয়ে এসব করছে, আর কাঁঠালপাড়া গ্রামের মাদকাশক্ত যুবক শাফি তাদের সার্বিক সহায়তা করছে। এছাড়াও প্রতি রাতে আমের আড়তে নতুন মূখের আগমণ নিয়েও এলাকায় নানা মূখরুচোক গুঞ্জন বইছে। আবার কেউ বলছে, আমের আড়ালে তারা অন্যকারবার করে থাকতে পারে। অথচ প্রকাশ্যে দিবালোকে এসব অপকর্ম হলেও আইনপ্রয়োগকারি সংস্থা অজ্ঞাত কারণে নিরব ভূমিকা পালন করে চলেছে। স্থানীয়রা এসব আড়তে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনার দাবি করেছে। এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ শওকাত আলীর সঙ্গে যোগাযোগ করা হলেও মুঠোফোনে কল গ্রহণ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।