• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন

অসম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা কী আমরা প্রতিষ্ঠা করতে পারবো? : মেনন

আপডেটঃ : শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘ওসমান সাহেব (খান সাহেব ওসমান আলী) বঙ্গবন্ধুর একান্ত লোক ছিলেন। তার পরিবার থেকে আমরা ভাষা আন্দোলনের নেতৃত্ব গড়ে উঠতে দেখেছি। আবার উল্টোটাও আমরা প্রত্যক্ষ করছি। এখন সে পরিবারকে একেবারে উল্টো চরিত্র আমরা দেখি। এই নারায়ণগঞ্জ কার নারায়ণগঞ্জ! এই নারায়ণগঞ্জে জন্ম নিয়েছিলেন সেই ওসমান সাহেব, আলী আহমেদ চুনকা। তাদের নেতৃত্ব আমরা দেখেছি। নারায়ণগঞ্জ তখন জাতীয় রাজনীতিতে অনেক অবদান রেখেছে। নারায়ণগঞ্জকে আবারো সেখানে তুলে নিয়ে আসা আপনাদের দায়িত্ব।’
গতকাল শুক্রবার বিকেলে ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত বর্ষীয়ান শ্রমিক নেতা শফিউদ্দিন আহমেদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আজকে আমাদের প্রধানমন্ত্রীও বারবার বলছেন, ভোগের জন্য নয় ত্যাগের জন্য রাজনীতি করো। কিন্তু চোর না শোনে ধর্মের কাহিনী। আর আমরা যারা ধর্মের কাহিনী শুনি তারাও একদিনের লোভে পাঁচ বছরের ভাগ্য আমরা অন্যের হাতে তুলে দেই। এ কঠিন সময়ে আমরা লোভটাকে দূরে রাখবো।’
তিনি আরও বলেন, ‘সামনে নির্বাচন, এই নির্বাচনে ঠিক হবে যে এই বাংলাদেশ গণতন্ত্রের পথে-উন্নয়নের পথে এগিয়ে যাবে! অসম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা কী আমরা প্রতিষ্ঠা করতে পারবো? না কি ওই ২১ আগস্টের মতো গ্রেনেড হামলার পুনরাবৃত্তি দেখবো। ঐ পঁচাত্তরের ১৫আগস্ট আবারো তৈরি করবো। দেশটাকে আবারো বাংলা ভাইদের হাতে তুলে দিবো। আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আগামী ৫ বছরে আমরা কোথায় যাবো? আমি আমার নির্বাচনী এলাকায়ও এ কথা বলি।’
এ সময় তিনি সভাস্থলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের উদ্দেশ্য করে বলেন, ‘নারায়ণগঞ্জ পূর্বের সময়গুলোতে জাতীয় রাজনীতিতে অনেক অবদান রেখেছে। নারায়ণগঞ্জকে আবারো সেখানে তুলে নিয়ে আসা আপনাদের দায়িত্ব। সেলিনা হায়াৎ আইভী সে দায়বদ্ধতা থেকেই সিটি করপোরেশনের দায়িত্ব নিয়েছে। একটি উদাহরণ তৈরি করেছে। কিন্তু এখানেই শেষ নয়। শেষটা হতে হবে আমাদের সংঘবদ্ধ ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্যে আমাদের সংঘবদ্ধ ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মধ্যে।’
নারায়ণগঞ্জের আলী আহমেদ চুনকা পৌর পাঠাগার ও মিলনায়তনে বিকেল ৩টায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটিতে ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জের ১৪ দলীয় জোটের সমন্বয়ক আনোয়ার হোসেন। নারায়ণগঞ্জ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহার সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলসমূহের স্থানীয় নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটে ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের নেতৃবৃন্দসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ