স্টাফ রিপোর্ট:- কক্সবাজার সমুদ্রসৈকতে হারিয়ে যাওয়া তিন শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ট্যুরিস্ট পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) পৃথক সময়ে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট এলাকায় শিশুগুলো হারিয়ে যায়।
উদ্ধার হলেন, ব্রাহ্মণবাড়িয়ার মুশিউর তাপসের জমজ দুই ছেলে, মো. রাফতুল রব তাহসিন (৮) ও রাহাতুল রব তামিম (৮), শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে পরিবারের সাথে ঘুরতে গিয়ে হারিয়ে যায় তারা । একইভাবে চট্টগ্রামের পতেঙ্গা থানার নাজির পাড়ার বাসিন্দা মো. আলমগীর হোসেনের ছেলে এনায়েত হোসেন (৫) বিকেল ৪টার দিকে পরিবারের সাথে লাবণী সৈকতে বেড়ানোর সময় নিখোঁজ হন।
পরিবারের সদস্যরা জানান, হারিয়ে যাওয়া শিশুদের দীর্ঘক্ষণ খুঁজাখুঁজি করে কোথাও তাদের সন্ধান পাওয়া যাচ্ছিলনা, পরে ট্যুরিস্ট পুলিশের সহায়তা চাওয়া হলে তাৎক্ষণিকভাবে সাড়া মিলে।
ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, শিশু হারিয়ে যাওয়ার তথ্য পেয়ে তাৎক্ষণিক ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা লিমা তার ফোর্স নিয়ে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় অভিযান চালায় এবং শিশুদের উদ্ধার করে। এরপর তাদের বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, সমুদ্র সৈকত এলাকায় প্রায় সময় শিশু হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ভ্রমণে আসা অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকার আহবান জানান তিনি।