• সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

জমি সংক্রান্ত জেরে নায়িকা দিতির মেয়ের উপর হামলা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ রিপন রেজা:- জমি সংক্রান্তের জের ধরে স্বনামধন্য প্রয়াত চিত্রনায়িকা দিতির বাড়িতে দু-পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে।শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার পৌরসভা দিয়াবাড়ি এলাকায় প্রয়াত চিত্রনায়িকা দিতির পৈত্রিক বাড়িতে এই হামলার ঘটনাটি ঘটে।দুপক্ষের হামলায় প্রয়াত চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া ও দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন সুলতানা প্রীতি আহত হয়েছে।পরিবার সূত্রে জানা যায়-প্রয়াত চিত্র নায়িকা দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন সুলতানা প্রীতি স্থানীয় বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন নিজাম,মোগড়াপাড়া ইউনিয়নের বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম টিটু,সাধারণ সম্পাদক আতাউর রহমান ও বিএনপি নেতা সোহেল সহ আরো সঙ্গীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে তাদের বাড়ি সার্ভেয়ারের মাধ্যমে চিহ্নিত করে পিলার স্থাপন করে।

পিলার স্থাপন করার পর,পিলার নিয়ে বিপত্তি ঘটে প্রীতির স্বামী টিপু সুলতানের বড় ভাই আনোয়ার হোসেন ও আনোয়ার হোসেনের পক্ষে আসা প্রয়াত চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়ার।এতে দু’পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হলে প্রয়াত চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া ও লামিয়ার ছোট মামা টিপু সুলতানের স্ত্রী শারমিন সুলতানা প্রীতি ঘটনাস্থলে আহত হন।প্রয়াত ও চিত্রনায়িকা দিতির ভাই আনোয়ার হোসেন জানান-আমার ছোট ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন সুলতানা প্রীতি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ভাগনী প্রয়াত চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া ও আমার পরিবারের উপর হামলা চালায়।শারমিন সুলতানা প্রীতির সন্ত্রাসী বাহিনীর হামলায় লামিয়া আহত হয় এবং তার গাড়ি ভাঙচুর চালায়।খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে লামিয়া তার গাড়ি নিয়ে ঢাকায় চলে যায়।

অপরদিকে আনোয়ার হোসেনের ছোট ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন সুলতানা প্রীতি জানায়-আমার স্বামী টিপু সুলতান প্রায় সাত বছর পূর্বে সন্তান ও আমাকে রেখে মারা যায়।আমার পুত্র সন্তানটি প্রতিবন্ধী।আমার বড় বাসুর আনোয়ার হোসেনের পরিবার ও আমার ননদ প্রয়াত দিতির মেয়ে লামিয়া সহ আরো অনেকে আমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি হতে আমাকে ও আমার প্রতিবন্ধী সন্তানকে বঞ্চিত করতে চায়।আমি আমার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে ভয়ে জীবন যাপন করছি।ইতিপূর্বে কয়েকবার আমার সম্পত্তির ব্যাপারে স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এগিয়ে আসলেও কোন প্রকার সুরাহা করতে পারেনি।তাই আবারো আমি স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে গেলে তারা আমার বাসুর আনোয়ার হোসেনের সাথে কথাবার্তা আলোচনা শেষে শনিবার সম্পত্তি আমিনের মাধ্যমে সার্ভেয়ার করার সিদ্ধান্ত গ্রহণ করেন।এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে জায়গা সার্ভেয়ার শেষে পিলার দিলে তারা মানতে রাজি হয় না।

পরবর্তীতে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে মেরে আহত করে।আগত ব্যক্তিবর্গ কোন সন্ত্রাসী বাহিনী নয় তারা এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনীতিবিদ।এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ দু-পক্ষের সঠিক ও ন্যায় বিচার করতে এসেছেন।নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন-আমার নিজ বাড়িতে বিকেলে বসে উপজেলা বিএনপি নেতাদের নিয়ে রাজনৈতিক ব্যাপারে কথাবার্তা বলতেছিলাম।হঠাৎ আমাদের কাছে খবর আসে প্রয়াত চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া ঢাকা থেকে শেখ হাসিনার পরিবারের শেখ মারুফকে নিয়ে আমাদের সোনারগাঁয়ে এসেছেন।এমন খবরের ভিত্তিতে আমরা বিএনপি নেতা কর্মীরা সেখানে যাই।

আমরা জায়গা সম্পত্তির ব্যাপারে কিছুই জানিনা।ঘটনার ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এম এ বারী বলেন-শনিবার বিকাল বেলা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন আমাকে ফোনের মাধ্যমে জানায়,পৌরসভার দিয়াবাড়ি এলাকায় একটি বাড়িতে জমি সংক্রান্ত ব্যাপারে মারামারি হচ্ছে।খবর পেয়ে তাৎক্ষণিক আমি থানা হতে পুলিশ ফোর্স পাঠাই।পরবর্তীতে আমি জানতে পারি ঘটনাটি প্রয়াত চিত্রনায়িকা দিতির বাড়ির পারিবারিক বিষয় এবং সম্পত্তি নিয়ে ঝামেলা।কেউ এখনো থানায় এসে অভিযোগ জানায়নি।কেউ অভিযোগ করলে,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ