চট্টগ্রামে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুই মুদি দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে নগরের আব্দুস সাত্তার রোডের রহমানগঞ্জ ও মমিন রোডে অবস্থিত দুই মুদির দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ।
তিনি বলেন, ‘নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে আজ রবিবার আব্দুস সাত্তার রোডের রহমানগঞ্জে অবস্থিত স্বপন স্টোর নামে দোকানে অভিযান পরিচালনা করা হয়। ওই দোকানে ভোজ্যতেলের সংকট দেখিয়ে বাসায় তেল মজুত করে রেখেছে এবং মূল্য মুছে প্রতিলিটার তেল ২০০ টাকা করে বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
‘অপরদিকে মমিন রোডে অবস্থিত মেসার্স শরীফ স্টোরে ভোজ্যতেলের সংকট দেখিয়ে গুদামে তেল মজুত করা হয়। তেলের বোতলে থাকা প্রকৃত মূল্য মুছে প্রতিলিটার সয়াবিন তেল ২০০ টাকা এবং দুই লিটার ওজনের সয়াবিন তেল ৩৮০ থেকে ৩৯০ টাকায় বিক্রি করায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না করে সে বিষয়ে তাদের সতর্ক করা হয়।
ফয়েজ উল্যাহ বলেন, ‘দেশে ভোজ্যতেল সংকটের কোনও কারণ নেই। চাহিদার চেয়ে বেশি আমদানি হয়েছে। মজুত পর্যাপ্ত আছে। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দাম হাতানোর অপচেষ্টা করছে।