• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশে বিবদমান জমির মালিকানা নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অনন্ত ১০ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতরা হলেন, মো. তোফাজ্জল হোসেন (৬৩) তার দুই ভাই মো. জমসের আলী (৫৪), তমছের আলী (৫২), তমছের আলীর স্ত্রী হালিমা খাতুন (৪৫) ও তার ছেলে আব্দুল আলিম (২৮)সহ ১০ জন। গুরুতর আহতদের মধ্যে ৬ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান নিশ্চিত করেছেন। স্থনীয়রা জানান, একটি বিবদমান জমি নিয়ে বিরোধের জেরে ওই গ্রামের মো. তোফাজ্জাল হোসেন গং ও মো. ফজল আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগে যা নিয়ে একাধিকবার সালিশি বৈঠক হয়েছে। তবে সুরাহা হয়নি। গত সোমবার সকালে হঠাৎ করেই বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা বাধে।

একপর্যায়ে ফজল আলী তার ছেলে রাসেল, হানিফের ছেলে কামরুল ও রহিম, কোবাদের ছেলে তাহেজ, আমিরুল ইসলাম, তাজ উদ্দিনসহ অনেকেই প্রতিপক্ষ মো. তোফাজ্জল হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় তোফাজ্জল হোসেন এবং তার লোকজন বাধা দেন। কিন্তু বাধা না মেনে ফজল আলীর লোকজন বাড়িঘর ভাঙচুর করতে থাকলে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এতে হাসুয়া, রড, রামদা, লাঠির আঘাতে ওই ৮ ব্যক্তি গুরুতর আহত হন। এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ