• সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

তারা কেউ কিন্তু শাকিবের বাচ্চার মা হয়নি’

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, ‘শাকিব খানের নাম নিলেই যেকোনো শিল্পী ভাইরাল হয়ে যায়।’ তার এই বক্তব্যকে ভালোভাবে নেননি এক সময়ের ঢাকাই সিনেমার চিত্রনায়িকা রত্না কবির।

অপু বিশ্বাসের নাম না নিলেও তার সেই মন্তব্যর সমালোচনা করে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে রত্না বলেছেন, ‘শাকিব নাম নিলেই ভাইরাল হয়ে যায় যেকোনো শিল্পী! আর ভাইরাল হতে প্রতিটি শিল্পী এই নাম কোনোভাবে নিয়ে আসে! এ ধরনের মন্তব্য করার আগে ভাবা উচিত ছিল, আপনাদের আগেও অনেক সুন্দরী নায়িকা শাকিবের সঙ্গে অভিনয় করেছিলেন। তারা কেউ কিন্তু শাকিবের বাচ্চার মা হয়নি!

এরপর এই নায়িকা আরও লিখেছেন, ‘তাদের সময় কিন্তু কসমেটিকস সার্জারি এত সহজলভ্য ছিল না। তাদের সৌন্দর্য আপনাদের সৌন্দর্যের চেয়ে কোনো অংশে কম ছিল না। মন্তব্য বুঝে করা উচিত। মনে রাখবেন শাকিব খানের জন্য হয়তো চলচ্চিত্রে আপনাদের জন্ম হয়েছে। কিন্তু আমাদের জন্ম শ্রদ্ধেয় পরিচালক-প্রযোজক আর বাংলার দর্শকদের কারণে।

রত্না বলেন, ‘হয়তো ভাইরালের জোয়ারে অনেক শিল্পী হারিয়ে যাচ্ছে ভাবছেন। কিন্তু না রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে! সবাই নিজ পায়ে দাঁড়িয়ে নিজ স্থানে আপনার চাইতে হয়তো আরও ভালো আছেন! প্রতিটি শিল্পীর নিজস্ব পরিচিতি আছে। কারও তোষামোদ করতে গিয়ে অন্যদের অপমান করে কথা বলা অন্যায়। শিল্পী হয়ে শিল্পীদের সম্মানিত করে তুলুন পৃথিবীর কাছে- এটাই কাম্য।’

নায়িকার সেই স্ট্যাটাসে অনেকেই তার সঙ্গে একমত পোষণ করেছেন। কেউ কেউ আবার অপু বিশ্বাসের পক্ষ নিয়েও তার বক্তব্যর যৌক্তিকতা তুলে ধরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ