হবু বর পছন্দ না হওয়ায় ঘরের আঁড়ার সঙ্গে ফাঁস নিলেন এক কিশোরী। কিশোরীর নাম রুবিনা খাতুন (১৪)। ঘটনাটি ঘটেছে মেহেরপুরে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে মেহেরপুরের গাংনীর হাড়িয়াদহ গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনাটি ঘটে। রুবিনা খাতুন ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গাংনীর তেরাইল গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী এক যুবকের সঙ্গে রুবিনার বিয়ে ঠিক হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) তার বিয়ে হওয়ার কথা। কিন্তু বরকে পছন্দ হয়নি রুবিনার। এ কথা পরিবারকে জানানোর পরও তারা তাদের সিদ্ধান্তে অটল থাকে। রুবিনা পরিবারকে মানাতে না পেরে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।