• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

প্রেমের গুঞ্জনের মধ্যেই জুটি বাঁধলেন ইমরান-দীঘি!

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
ইমরান খান ও প্রার্থনা ফারদিন দীঘি

সময়ের আলোচিত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘী। মাহিমিন রাশিদ নামের এক তরুণের ফেসবুক আইডিতে তার সঙ্গে দীঘির বেশকিছু অন্তরঙ্গ ছবি দেখা যায়। ছবিগুলোর কোনোটায় কাঁধে মাথা রেখে সমুদ্র দেখতে দ্বেখা গেছে দীঘিকে। আবার কোনোটায় খুনসুটিময় মুহূর্তে ধরা পড়েছেন তারা।

ছবিগুলো দেখে নেটাগরিকদের মন্তব্য ছিল, প্রেম করছেন দীঘি। তবে বিষয়টিকে প্রেম বলে স্বীকার করতে নারাজ দীঘি। সম্পর্কটিকে বন্ধুত্ব বলে তখন অভিহিত করেন তিনি। প্রেম বিতর্কের রেশ না কাটতেই গায়ক ইমরান মাহমুদুলের সঙ্গে নাম জড়াল তার।

তবে এ নিয়ে একদম কোনো ভাবনার কিছু নেই। কারণ ইমরানের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন দীঘি। ‘চোখে চোখে’ শিরোনামের এ গানে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পূজা। ভিডিওতে ইমরান, পূজা ও দীঘি ছাড়াও অভিনয় করেছেন জিলানী। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

গানটি নিয়ে দীঘি বলেন, গানটা খুবই সুন্দর। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। ইমরান ভাইয়ের সাথে আমার এটাই প্রথম কাজ। দারুণ অভিজ্ঞতা হলো। আমার খুব ভালো লেগেছে কাজটা করে। আশা করি, সবার গানটা খুব ভালো লাগবে।

ইমরান বলেন, ইমরান ভাইয়ের সাথে প্রায় ৫ বছর পর আবার একটা গান করলাম। মনে হলো অনেক দিন পর খুব ভালো একটা কাজ করলাম। আশা করি, সবার খুব ভালো লাগবে।

প্রসঙ্গত, গানটির কথা লিখেছেন ভারতের পীযুষ দাস আর তাতে সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় অন্তর্জালে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ