ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর জন্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। এখন তার মাঠে নামার পালা। কবে হামজাকে প্রথম বাংলাদেশ দলে দেখা যাবে, সে বিষয় নিয়ে এতদিন ধোঁয়াশা ছিল।
এবার হামজা চৌধুরী নিজেই সে প্রশ্নের উত্তর দিলেন। ইংল্যান্ডে এক সামাজিক অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি ইউটিউব চ্যানেল ‘হাওয়া টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে হামজা সিলেটি ভাষায় বলেছেন, ‘জি জি জি, মার্চ ইনশাল্লাহ ফার্স্ট গেম, আমি গিয়া সব স্কোয়াডরে মিট করমু, মার্চো, অ্যান্ড ইনশাল্লাহ সাক্সেসফুল হইমু আমরা সব…।
সে সাক্ষাৎকারে আন্তর্জাতিক ফুটবল খেলার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন ২৭ বছর বয়সি হামজা। বলেছেন, ‘আন্তর্জাতিক ফুটবল খেলা অনেক বড় বিষয়। আমার সৌভাগ্য যে, বাংলাদেশ আমাকে সে সুযোগটা করে দিচ্ছে। ইনশাআল্লাহ, আমি বাংলাদেশে সফল হব।
প্রসঙ্গত, আগামী মার্চের ফিফা উইন্ডোতে এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ২৫ মার্চ ভারতে অনুষ্ঠেয় সে ম্যাচ দিয়েই লাল-সবুজের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হতে পারে তার।
প্রিমিয়ার লিগ ক্লাব লেস্টার সিটির অ্যাকাডেমি থেকে উঠে আসা হামজা এরই মধ্যে ক্লাবটির সিনিয়র দলের হয়ে এফএ কাপ, কমিউনিটি শিল্ডসহ বেশ কয়েকটি শিরোপা জয় করেছেন। বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে খেলেছেন তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্লাব ফুটবল টুর্নামেন্ট প্রিমিয়ার লিগে।