স্কটল্যান্ড ও রোমানিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচ শেষে হল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন ডিক এ্যাডভোকাট। বুধবার ডাচ সংবাদ সংস্থা এএনপির রিপোর্টে একথা বলা হয়েছে। ৭০ বছর বয়সী এই কোচ বলেন, ‘দলের প্রধান ব্যক্তি হিসেবে আসন্ন ম্যাচ দুটিই আমার শেষ ম্যাচ। এরপর আমি থেমে যাব।’
গত মে মাসে তৃতীয়বারের মত ডাচ দলের কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন এ্যাডভোকাট। তবে সংগ্রামের মধ্যে থাকা ইউরোপীয় ফুটবলের এই হেভিওয়েট দলটিকে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের বৈতরণী পার করে দিতে পারেননি তিনি। আগামী বছর রাশিয়ায় অনুষ্ঠিত হবে ‘গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্ব।