• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:

রিশাদ উইকেটের ভেলকিতে জেতালেন দলকে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও বাজিমাত করলেন বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন। দারুণ বোলিং নৈপুণ্যে তিনি তুলে নিলেন ৩টি উইকেট এবং জিতিয়ে দিলেন তার দল লাহোর কালান্দার্সকে।

ম্যাচ চলাকালীন এক সময় ক্যামেরায় ধরা পড়েন রিশাদ। ঠিক তখনই ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম মন্তব্য করেন, “এই ছেলেকে আমার কাছে বাংলাদেশের ভবিষ্যৎ মনে হচ্ছে।” রিশাদের লেগ ব্রেক ও গুগলি বলেরও প্রশংসা করেন তিনি।

এর কারণও ছিল স্পষ্ট—মাত্র ১১ বলের ব্যবধানে রিশাদ নিয়েছিলেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। আগের ম্যাচেও তিনি ৩ উইকেট নিয়ে আলো ছড়িয়েছিলেন। ওই ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছিল লাহোর। আর এবার ‘পিএসএল ক্লাসিকো’ নামে পরিচিত ম্যাচে করাচি কিংসকে ৬৫ রানে হারাল তারা।

ম্যাচটি অনুষ্ঠিত হয় করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। টস জিতে লাহোর কালান্দার্স প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২০১ রান তোলে। দলের পক্ষে ফখর জামান ৭৬ এবং ড্যারিল মিচেল করেন ৭৫ রান। পরে বল হাতে ঝলক দেখান অধিনায়ক শাহিন আফ্রিদি ও রিশাদ হোসেন। আফ্রিদি ও রিশাদ দুজনেই নেন ৩টি করে উইকেট। এছাড়া রাজা নেন ২টি।

লক্ষ্য তাড়া করতে নেমে করাচি কিংস গুটিয়ে যায় ১৩৬ রানে। ম্যাচের বাকি ছিল তখনও ৫ বল।

এই জয়ে লাহোর কালান্দার্স তিন ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড দুই জয় ও ভালো নেট রানরেট নিয়ে রয়েছে তালিকার শীর্ষে।

সংক্ষিপ্ত স্কোর:

লাহোর কালান্দার্স – ২০১/৬ (২০ ওভার)
ফখর ৭৬, মিচেল ৭৫; হাসান ৪/২৮

করাচি কিংস – ১৩৬ অলআউট (১৯.১ ওভার)
খুশদিল ৩৯, হাসান ২৭; রিশাদ ৩/২৬, আফ্রিদি ৩/৩৪, রাজা ২/১৩

ফল: লাহোর কালান্দার্স ৬৫ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ফখর জামান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ