ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নির্দেশে’ আসিয়ান দেশের নেতাদের সামনে প্রেমের গান গেয়ে শুনিয়েছেন। রবিবার আসিয়ান সম্মেলনের আগে ট্রাম্পসহ ১৯টি দেশের নেতাদের জন্য আয়োজিত গালা ডিনারে পপশিল্পী পিলিতা কার্লোসের সঙ্গে দ্বৈতকণ্ঠে জনপ্রিয় ফিলিপিনো গান ‘ইকাও’ (অর্থ তুমি) গানটি গেয়ে শোনান।
গানটি শুরুটা ফিলিপিনো থেকে অনুবাদ করলে হয়, তুমি আমার পৃথিবীর আলো, আমার অর্ধেক হৃদয়ের মালিক। গানটি গাওয়ার পরে দুতের্তে বলেন, উপস্থিত সবাইকে জানাচ্ছি, আমি এই গানটি মার্কিন যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফের নির্দেশে গেয়েছি। উল্লেখ্য, দুর্বিনীত আচরণের জন্য দুতের্তেকে অনেক রাজনৈতিক বিশ্লেষক ‘পূর্বের ট্রাম্প’ বলে অভিহিত করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক উপনিবেশ ফিলিপাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই অব্যাহত আছে। কিন্তু সম্প্রতি দুতের্তের যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব এবং রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার আগ্রহে সম্প্রতি এই সম্পর্কে চাপ সৃষ্টি হয়েছে। গার্ডিয়ান।