• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। চেন্নাইয়ে ২৮০ রানের বড় ব্যবধানে পরাজয়ের পর এবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে টাইগাররা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিকদের অধিনায়ক রোহিত শর্মা।

ঘরের মাটিতে কোনো টেস্টে প্রায় দশ বছর পর আগে বোলিং করতে চলেছে ভারত। এর আগে এমন ঘটেছিল ২০১৫ সালে, তখন ভারতের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি।

প্রথম ম্যাচ জেতার পর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ভারতের একাদশে পরিবর্তন আসবে বলে ধারণা করা হয়েছিল। কানপুরে কুলদীপ যাদবকে খেলানো হতে পারে এমনটাও ভেবেছিলেন অনেকেই। তবে একাদশে কোনো পরিবর্তন আনছে না স্বাগতিকরা, মাঠে নামছে আগের ম্যাচের একাদশ নিয়েই।

এদিকে ভারতের বিপক্ষে আজ একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। কানপুরে খেলছেন নাহিদ রানা এবং তাসকিন আহমেদ। এ দুজনের বদলে একাদশে আছেন পেসার ক্ষালেদ হোসেন এবং অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, খালেদ হোসেন, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ