• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন

রোহিত, বাংলাদেশ দলকে হারানোর রহস্য জানালেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

৫ অক্টোবর ২০২৪, ০৮:৩২কানপুর টেস্টের প্রায় তিন দিন গেছে বৃষ্টির পেটে। বাংলাদেশকে হারাতে বাকি দুই দিনের পুরো সময়ও লাগেনি ভারতের। পঞ্চম দিনের প্রথম সেশনেই ম্যাচের ফলাফল এসেছে। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ খেলতে পেরেছে ১১১ ওভার ২ বল। যেখানে দ্বিতীয় ইনিংস টিকেছে মাত্র ৪৭ ওভার। এমন দাপুটে জয়ের রহস্য জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

‘পরিস্থিতি যেমনই হোক, জিততে হবে’—ভারতীয় দলের এই দৃঢ় সংকল্পই টেস্ট সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করতে সাহায্য করেছে বলে মনে করেন রোহিত। তাছাড়া পরিকল্পনা অনুযায়ী ক্রিকেটাররা পারফর্ম করতে পেরেছে বলেও ধারণা তার।

রোহিত বলেছেন, ‘আগে বোলাররা নিজেদের কাজ করেছে। তারা প্রয়োজনীয় উইকেটগুলো এনে দিয়েছে। এরপর আমরা (ব্যাটসম্যানরা) কিছুটা ঝুঁকি নিয়েছি। জানতাম, এভাবে খেললে ম্যাচের ফল যেকোনো দিকে যেতে পারে। নেমেই মেরে খেলার সিদ্ধান্ত নিতে কোচ (গৌতম গম্ভীর) ও খেলোয়াড়দের যথেষ্ট সাহসী মানসিকতা দেখাতে হয়েছে। সিদ্ধান্তটা আমরা ড্রেসিংরুমেই নিয়েছিলাম। এটা কাজে না দিলে সবাই আমাদের সমালোচনা করত।

‘আমাদের পরিকল্পনা ছিল পরিষ্কার—ম্যাচে ফল নিয়ে আসা। যেভাবে তা হতে পারত, দলের সবাই সেভাবেই করেছে। আমার মনে হয় এটা একটা অসাধারণ সিরিজ ছিল। সিরিজটা অনেকেরই নজর এড়িয়ে যেতে পারত।’-যোগ করেন তিনি।

ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দারুণ ছিল ভারত। রোহিত বলেন, ‘আমাকে এইমাত্র জানানো হয়েছে, সিরিজে ২৪ ক্যাচের মধ্যে ২৩টিই আমরা নিতে পেরেছি। এটা খুবই ভালো ব্যাপার, বিশেষ করে স্লিপে দাঁড়ানো ফিল্ডারদের জন্য। স্লিপে এতগুলো ক্যাচ যাচ্ছে, ভারতে খেলা হলে এমনটা প্রতিনিয়ত দেখা যায় না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ