• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

হাটহাজারীতে মাদকসেবীর কারাদণ্ড

আপডেটঃ : বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

হাটহাজারীতে মাদক সেবন করে গণউপদ্রব সৃষ্টির দায়ে মো. ইউছুপ (৩৬) নামে এক মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আক্তার উননেছা শিউলী বুধবার বেলা সাড়ে বারোটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন।
মো. ইউছুপ হাটহাজারী পৌর এলাকার পশ্চিম দেওয়ান নগর নুরুজ্জামান সওদাগর বাড়ির মৃত নূর হোসেনের ছেলে।
জানা যায়, মো. ইউছুপ দীর্ঘদিন ধরে মাদক সেবন করে এলাকায় গণউপদ্রব ও নিজ পরিবারে অশান্তি সৃষ্টি করে আসছিল। অনুরূপভাবে মাদক সেবন করে বুধবার বেলা বারোটায় হাটহাজারী বাজারে এসে সে গণউপদ্রুব সৃষ্টিকালে হাটহাজারী ইউএনও থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আক্তার উননেছা শিউলী ইত্তেফাককে বলেন, মাদক সেবন করে গণউপদ্রব সৃষ্টি ও স্বীকারোক্তি অনুযায়ী মো. ইউছুপকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ