• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

নাচতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

নাটোরের বড়াইগ্রামে থার্টি ফার্স্ট নাইটে নাচতে গিয়ে অসাবধানতাবসত তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে ইসতিয়াক আহম্মেদ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইসতিয়াক কালিকাপুর এলাকায় ইকবাল হোসেন বাবুর ছেলে এবং বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য ইসতিয়াক বনপাড়া শফি ইঞ্জিনিয়ারের বাসার ছাদে যান। সেখানে সন্ধ্যার পর থেকে বক্সে গান বাজনা চলছিল। রাত সাড়ে ১১টার দিকে নাচানাচির একপর্যায়ে অসাবধানতাবশতঃ ইসতিয়াক ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। বন্ধুরা দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেন্ট যোসেফস্ স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বেনেডিক গোমেজ বলেন, ইসতিয়াক অনেক ভালো ছাত্র ছিল। এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কথা ছিল তার। ইসতিয়াকের এমন মৃত্যুতে আমরা শোকাহত।

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ