• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কন্ঠ শিল্পী কনকচাঁপা 

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

কায়েস কাওছার, সিরাজগঞ্জ সংবাদদাতাঃ সিরাজগঞ্জ কাজিপুর উপজেলা গ্রামে ১৮টি ইউনিটের অসহায় ও দুস্থ শীতার্ত
মানুষের মাঝে প্রায় দুই হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার ( ৪ জানুয়ারি) সকাল ১১ টায় চালিতাডাংগা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি এডভোকেট রবিউল হাসান,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ শীতার্তদের হাতে কম্বল তুলেদেন রুমানা মোর্শেদ কনকচাঁপা।
অনুষ্ঠানে প্রধান অতিথি রুমানা মোর্শেদ কনকচাঁপা বলেন, একজন মানুষের জন্য একটি কম্বল সাধারণ ব্যাপার। তাদের জন্য এ শীতে কষ্ট লাগবের জন্য আরো কিছু করতে পারলে নিজেকে শান্তনা দিতে পারতাম, সারাদেশের মতো সিরাজগঞ্জে শীতের শুরুতে যমুনা নদীর পাড়ের অবস্থিত গ্রামগুলো শীতে কাঁপছে। এই কারণে বেড়েছে গরিব দুস্থ ও অসহায় মানুষের দুর্ভোগ।
এলাকার গরিব দুস্থ ও অসহায় মানুষেরা শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছেন। তাই তাদের কষ্ট লাঘবের জন্য শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।একজন মানুষ হয়ে আর একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব।
এদিক বিবেচনা করে সমাজের সকল বিত্তবান মানুষদেরকে অসহায় শীতার্ত নারী-পুরুষদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
কম্বল পাওয়া সুবীধাভোগী মহেলা বেওয়া বলেন,,তীব্র শীত ও কনকনে ঠান্ডায় যখন কাহিল, আমরা এই সময়ে কম্বল আমাগো খুব উপকার করল। এই শীতে কম্বল গায়ে দিয়ে একটু আরামে ঘুমাতে পারব। শীতে কম্বল দিয়ে অসহায় মানুষকে সহযোগিতা করছে আমাগো গ্রামের মেয়ে কন্ঠ শিল্পী কনকচাঁপা।
এসময়ে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুল রহমান বাবলু, সাবেক সাধারন সম্পাদক মোঃ লাল মিয়া, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ জহুরুল ইসলাম খোকন, ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ লিয়াকত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইমরুল কায়েস ( সবুর), লক্ষ্মীপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ কামরুল হাসান তরু, মেয়ে কামরুন্নাহার তনু, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ