• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

জলবায়ু পরিবর্তন ও মানবপাচার রোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

রিপোর্টার হাফিজুর :- সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ই জানুয়ারী) সকালে ইউনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ও অগ্রগতি সংস্থার অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিনে সিনিয়র ডেপুটি ডিরেক্টর (বিসিসিপি) বাদল খন্দকার’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান,উইনরক ইন্টারন্যাশনাল এর অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর নাসির চৌধুরী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম,

সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ,

জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান,

সহকারী বন সংরক্ষক প্রিয়াংকা হালদার,

আশাশুনী উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম,

আশাশুনী সিনিয়র মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম,

তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন সহ জেলা ও উপজেলা সরকারী অফিসার এবং প্রকল্পের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।দিনব্যাপি এ কর্মশালায় কৃষক ও মৎস্যজীবি পরিবারের সদস্য যারা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ ওই সব পরিবারের মাঝে মানব পাচারের ব্যাপকতা কমিয়ে আনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ