• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

মান্নার জীবনী নিয়ে তৈরি হবে সিনেমা, যা বললেন নায়কের স্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলির ব্যানারে প্রযোজক হিসেবে সিনেমা নির্মাণের জন্য অনুদান পান প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলী কাদের (শেলী মান্না)। ২০২৩-২০২৪ অর্থ বছরের এই অনুদান নিয়ে ‘জাত’ নামের সিনেমা নির্মাণ করবেন তিনি।

গত বছর জুনে প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদান প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ‘জাত’ সিনেমা নির্মাণের জন্য ৭৫ লাখ টাকা অনুদান দেয় সরকার।

আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা নার্গিস আক্তার। তবে এখনও সিনেমাটির কাজ শুরু হয়নি। এবার কাজের অগ্রগতি সম্পর্কে জানালেন মান্নার স্ত্রী শেলী কাদের (শেলী মান্না)।

তিনি বলেন, সিনেমাটির ব্যাপারে নিয়মিত পরিচালক নার্গিস আক্তারের সঙ্গে বসা হচ্ছে। স্ক্রিপ্ট আরও পরিবর্তন করা হচ্ছে। কারা অভিনয় করবেন সেটাও মোটামুটি নির্ধারিত হয়ে গেছে। এপ্রিলে মান্নার জন্মদিনে খুব সম্ভবত আমরা মহরত করব।

তিনি জানান, হরিজান সম্প্রদায়ের জীবন নিয়ে নির্মিত হবে সিনেমাটি। এই সম্প্রদায়ের সামাজিক ও শিক্ষাগত দিক দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। চরম অবহেলিত, বিছিন্ন, উপেক্ষিত বিষয় নিয়েই নির্মিত হবে সিনেমাটি।

শোনা গিয়েছিল প্রয়াত নায়ক মান্নার বায়োপিক নির্মাণ করা হবে। এ বিষয়ে শেলী মান্না বলেন, আপনারা জানেন মান্নার প্রযোজিত ও অভিনীত সব সিনেমা হিট। আমরা তার একটি বায়োপিক করতে চাই, মোটামুটি সেটার চিত্রনাট্য গ্রাফ করা আছে। তার মৃত্যু নিয়ে একটি মামলা সংক্রান্ত ব্যাপার আছে তাই বাংলার নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করছি। যেটাই হোক মামলার রায় হয়ে গেলে একটু পরিপূর্ণ বায়োপিক বানাতে পারবো তাকে নিয়ে।

মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলী কথাচিত্র’ থেকে প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে ‘লুটতরাজ’, ‘লাল বাদশা’, ‘আব্বাজান’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মান্না ভাই’ ও ‘পিতা মাতার আমানত’। নির্মিতব্য সিনেমা ‘জ্যাম’। নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- চম্পা, ফেরদৌস, পূর্ণিমা, ঋতুপর্ণা, আরিফিন শুভ প্রমুখ। ২০১৮ সালের জুলাই মাসে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হলেও এখনও শেষ হয়নি কাজ।

এ বিষয়ে মান্নার স্ত্রী বলেন, ‘জ্যাম’ সিনেমাটা জ্যামেই পড়ে আছে। এটার কাজ প্রায় শেষ পর্যায়ে, এ বছরের মধ্যেই কাজটি শেষ করব আমরা। ‘জ্যাম’ ও ‘জাত’ দুটি সিনেমা সামনে বছরের জন্য প্রস্তুত হবে। সিনেমাগুলো বিভিন্ন উৎসবে নিয়ে যেতে চাই, সেরকম পরিকল্পনাও রয়েছে।

ওটিটি প্ল্যাটফর্মের পরিকল্পনা রয়েছে জানিয়ে শেলী মান্না বলপন, আমরা এখনো তেমনভাবে পরিপূর্ণ হতে পারিনি। জ্যাম মুক্তি দেব, জাত তৈরি করব, একটি ওটিটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই। সিনেমা দেখার যেখানে হল সংকট সেখানে আমরা চাই ওটিটিতে সিনেমার একটি রাজ্য গড়ে উঠুক৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ