রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসার ৬ তলা ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে নিচে পড়ে মো. আরমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে পাঁচটা নাগাদ মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
শিশু আরমান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৯ নং ওয়ার্ডের মো. ওমর ফারুকের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের ওই বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতো।
শিশু আরমানের দাদি মনোয়ারা বেগম জানান বলেন, গতকাল বিকেল চারটার দিকে আমার নাতি আমাদের ভাড়া বাসার ছয়তলার ছাদে ঘুড়ি ওড়াতে যায়। পরে অসাবধানতাবশত ৬ তলার রেলিং এর ফাঁক দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থলে আমার নাতি মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন। তিনি বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য আজ দুপুরে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আমরা জানতে পেরেছি শিশু আরমান ছয় তলায় ঘুড়ি ওড়াতে গিয়ে রেলিং এর ফাঁক দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে মারা যায়।