রিয়াল মাদ্রিদে রীতিমতো উড়ছে ভিনিসিয়ুস জুনিয়র। দুর্দান্ত পারফরম্যান্স করে লস ব্লাঙ্কোসদের লা লিগা-চ্যাম্পিয়নস লিগসহ একাধিক শিরোপা উপহার দিয়েছেন তিনি। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিতে তার ভবিষ্যৎ যে উজ্জ্বল তা নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু এর মাঝেই গুঞ্জন উঠেছে সৌদি আরবে পাড়ি জমাতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) লা লিগার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলেনে আসেন রিয়াল বস কার্লো আনচেলত্তি। এ সময় ভিনির সৌদিতে যাওয়া নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। যাতে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে কথা বলতে চান বলে জানিয়েছেন আনচেলত্তি।
তিনি বলেন, বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। আমি কি এই ইস্যুতে বিরক্ত? হ্যাঁ। আমি কি এ নিয়ে চিন্তিত? না। আমি কি তাকে সুখী দেখছি? হ্যাঁ। আমরা তাকে নিয়ে খুশি। এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে যা বলেছিলাম, এই ইস্যুতে বাড়তি কিছুই যোগ করার নেই আমার।
ভিনির কথা উল্লেখ করে আনচেলত্তি বলেন, এই বিষয় নিয়ে আমরা কথা বলি না, সেও বলে না। তাকে আমি সেই পুরান ভিনিসিয়ুসের রূপেই দেখছি, যে সবকিছু ঠিকঠাক করতে ভীষণ আগ্রহী এবং সে গত ম্যাচে খুব ভালোভাবে তা করেও দেখিয়েছে।
ওই ম্যাচেই ভিনিসিয়ুসকে মানসিকভাবে ঘায়েল করতে ভিন্ন এক উপায় বেছে নিয়েছিল সিটির সমর্থকরা। সিটির মিডফিল্ডার রদ্রির ব্যালন দ’র জয়ের প্রসঙ্গ টেনে গ্যালারিতে ঢাউস এক ব্যানারে তারা লিখে এনেছিল, ‘কান্নাকাটি করে বুক ভাসিও না।
দুর্দান্ত ফুটবল খেলে ম্যাচসেরা হয়ে সিটি সমর্থকদের ওই খোঁচার পাল্টা জবাব দেন ভিনি। প্রতিপক্ষের মাঠ থেকে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে ফিরে রিয়াল। তাই আনচেলত্তির বিশ্বাস, রিয়ালের জার্সিতেই ইতিহাস লিখতে চান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
আনচেলত্তির ভাষ্য, আমি তাকে খুবই অনুপ্রাণিত দেখি। বিশেষ করে, সিটির বিপক্ষে সবশেষ ম্যাচে তার পারফরম্যান্সের কারণে। যেখানে সে ভীষণ চাপে ছিল এবং সে চাপ দারুণভাবে সামলেছে, ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।
সৌদি আরবের প্রস্তাব নিয়ে তিনি আরও বলেন, সে (সৌদি আরবের) প্রস্তাব পেয়েছে, নাকি পায়নি- আমি যেটা দেখি, সেটা নিয়ে বলতে পারি। আমি দেখছি, একজন সুখী খেলোয়াড়, যে কিনা কাজগুলো ঠিকভাবে করতে এবং এই ক্লাবের হয়ে ইতিহাস গড়তে চায়।