• শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল মাইক্রোবাস

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

ফরিদুল আলম শাহীন :- কক্সবাজারের ঈদগাঁওতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঈদগাঁও উপজেলার ইসলামবাদ এলাকার রেলক্রসিং পার হচ্ছিলো বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস। এ সময় কক্সবাজার স্টেশন থেকে আসা চট্টগ্রামমুখী একটি ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি অনেক দূরে ছিটকে পড়ে। এতে যাত্রীরা সামান্য আঘাত পেলেও বড় ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। আঘাতপ্রাপ্তরা স্থানীয়রা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, ট্রেনটি রেলক্রসিং স্থলে আসার আগেই হুইসেল বাজাচ্ছিলো বলে স্থানীয়রা জানিয়েছে। কিন্তু সেখানে কোন গেইটম্যান না থাকায় মাইক্রোবাসটির চালক সম্ভবত ট্রেন আসার বিষয়টি খেয়াল করেননি।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় কোন হতাহত হয়নি। মালিকপক্ষের লোকজন এসে দুর্ঘটনাকবলিত গাড়িটি নিয়ে গেছে।

এদিকে ইসলামাবাদ রেলক্রসিংয়ে কোন গেইটম্যান না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলছেন, গেইটম্যান না থাকায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় বাসিন্দা কবির আহমদ বলেন, ঢাকা-কক্সবাজার রেললাইন চালু হওয়ার পর থেকে ইসলামাবাদ রেলক্রসিংয়ে কোন গেইটম্যান নেই। এতে রেলক্রসিং গেইটে কয়েকবার এ ধরণের দুর্ঘটনা ঘটেছে।

রেল চলাচল শুরু হওয়ার পর থেকে এই রেলক্রসিং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ধরণের ব্যবস্থা নেননি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ