• বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
মানুষ স্বাধীনতার সুফল ৫৩ বছরেও ভোগ করতে পারেনি: তারেক রহমান মিসরের জ্যোতির্বিজ্ঞানীরা জানালেন ঈদের নির্দিষ্ট তারিখ ফেসবুক পোস্টে যা বললেন তামিম সরকার বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পরিচিত করতে চায় পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ মুজিবুর রহমান: মির্জা ফখরুল মার্কিন সাহায্য কমিয়ে দেওয়ায় মৃত্যু হতে পারে বহু মানুষের বার্ড ফ্লু মহামারী ডেকে আনতে পারে , বিজ্ঞানীদের সতর্কবার্তা দিল্লির জবাবের অপেক্ষায় প্রস্তুত রয়েছে ঢাকা সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রুগী। সুযোগ এসেছে দেশ গড়ার, এটা হারাতে চাই না : প্রধান উপদেষ্টা

সুগার ড্যাডি আছে কিনা প্রশ্নে যা বললেন কুসুম

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

ঢালিউডের জনপ্রিয় ‘শরতের জবা’ খ্যাত অভিনেত্রী কুসুম শিকদার তার অভিনয়গুণে ভক্ত-অনুরাগীদের প্রশংসায় সিক্ত হন। আর অভিনেত্রীও ভক্তদের সঙ্গে একটা মেইলবন্ধন তৈরি করেছেন। সবসময় সামাজিক মাধ্যমে তার অনুরাগীদের নতুন কোনো সংবাদ পৌঁছে দিতেও অপেক্ষা করেন না। সম্প্রতি অভিনেত্রী এবারও ভক্ত-অনুরাগীদের সুখরব দিলেন।

‘শরতের জবা’ খ্যাত কুসুম শিকদার প্রেম-বিয়ে সামনে আলোচনায় আনতে চান না। তবে তিনি সুগার মাম্মি হতে চান বলে জানিয়েছেন। সুগার ড্যাডি আছে কিনা— এমন প্রশ্নের উত্তরে কুসুম শিকদার বলেন, সুগার ড্যাডি থাকতে হবে কেন? আমি নিজেই তো সুগার মাম্মি হতে পারি।

তিনি বলেন, আমার সুগার সন থাকতে পারে। কিসের সুগার ড্যাডি আমার ওই বয়স পার হয়ে গেছে। টাকাপয়সা, ব্যাংক-ব্যালেন্স থেকে ও মন থাকতে হবে আগে।

অভিনেত্রী নিজেও জানতে চান— সুগার মাম্মি কি? এ বিষয়ে তথাকথিত সুগার মাম্মি বলতে আমরা বুঝি— একজন বয়োজ্যেষ্ঠ নারী থাকবে তুলনামূলক ছোট কোনো ছেলের ভরণপোষণ আর দেখাশোনা করবেন; ফিন্যান্সিয়াল সাপোর্ট দেবেন তার বিনিময় ভালোবাসা পাবেন।

এর আগে ভালোবাসা দিবস উপলক্ষ্যে নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন কুসুম শিকদার। কাজের বাইরে তার কী নিয়ে ব্যস্ততা জানান অভিনেত্রী। প্রেমের জন্য ডেট করতে যান কিনা— এমন প্রশ্নের উত্তর কুসুম শিকদার মজার ছলেই দিয়েছিলেন, হ্যাঁ যাই। দেশে ও দেশের বাইরে সব জায়গায়ই যাই। শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়, না থাকলে ক্রিয়েটিভিটি আসে না বলে জানান ‘শরতের জবা’খ্যাত অভনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ