• শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

মাদারীপুরে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

মাদারীপুরে প্রায় ১৯ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামের ইয়াকুর শেখের বাড়ি থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, এই মূর্তি কষ্টিপাথরের কিনা তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাবে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন বাড়ি নির্মাণের জন্য দুইদিন ধরে জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে পুকুর খনন করছেন ইয়াকুব শেখ। সেখানে গভীরে খননের সময় মাটি মাখা পাথর সাদৃশ্য জিনিস দেখতে পাওয়া যায়। পরে উত্তোলন করে পানিতে ধুয়ে দেখা যায় পাথরের মূর্তি। আস্ত মূর্তির ভাঙা তিন টুকরোসহ মূর্তি পাওয়া গেছে। স্থানীয়রা কেউ বলছেন কালো পাথর, আবার কেউ বলছেন কষ্টি পাথর।

কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে এমন খবরে বুধবার রাতে শতশত লোক এই মূর্তি একনজর দেখার জন্য কৃষক ইয়াকুব শেখের বাড়িতে ভিড় করে। এরপরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ছুটে আসেন মাদারীপুর সদর থানার পুলিশ। পরে মূর্তির টুকরোগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় মাদারীপুর সদর থানার পুলিশ।

এ বিষয়ে মাদারীপুর সদর থানা পুলিশ জানান, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামের কৃষক ইয়াকুব শেখ তার ছেলের ঘর নির্মাণ করার জন্য ভেকু দিয়ে মাটি কাটার সময় পুকুর থেকে মূর্তি ভেকুর মাটির সাথে উঠে আসে। এরপরে স্থানীয়রা থানায় খবর দিলে আমরা গিয়ে মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসি। এগুলো আসলে কষ্টিপাথর কি না সেটা যাচাই বাছাই করা ছাড়া বলা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ