• রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

নওগাঁয় চাঁদাবাজির অভিযোগে ভুয়া এসআই আটক

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২২ মার্চ, ২০২৫

জেলা প্রতিনিধি নওগাঁঃ- নওগাঁয় পুলিশের এস আই পরিচয় চাঁদাবাজি করার সময় মোফাজ্জল হোসেন নামে এক ভুয়া এসআইকে আটক করেছে নওগাঁ সদর ভিমপুর ফাঁড়ির পুলিশ । আজ শনিবার (২২ মার্চ) দুপুরে কাটখইর বাজার ব্রিজ মোড়ে এলাকা থেকে তাকে আটক করা হয়। কাজী মোফাজ্জল হোসেন নওগাঁর মান্দায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নওয়ানা কাজীপাড়ার মৃত কাজী মহাসিন আলির ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার সফিউল আলম।

পুলিশের এ কর্মকর্তা জানান, মোফাজ্জল প্রায় আড়াই বছরের বেশি সময় নওগাঁর বিভিন্ন উপজেলা পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছে। এবং নিজেকে নওগাঁ সদর মডেল থানার সাব-ইন্সপেক্টর পরিচয় দেন। এরপর কাজী মোফাজ্জল হোসেন পুলিশের পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা উত্তোলন শুরু করেন। কাটখইর তিতু ফার্মেসিতে এসে বলে নওগাঁ সদর থানার মসজিদের উন্নয়ন কল্পে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

এভাবে বেশ কয়েকটি দোকানে চাঁদা দাবি করে ওই ভূয়া এস আই শাহিন পরিচয়ে। ইতিপূর্বে হাঁসাইগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জালাল হোসেনের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে ১০ হাজার টাকা হাতিয়ে নেয় এই ভূয়া পুলিশ। ইতিপূর্বে এদিকে ভুক্তভোগীরা বিভিন্ন সময়ে ফাঁড়িতে এসে ‘সাব-ইন্সপেক্টর’ মোফাজ্জল হোসেন বিরুদ্ধে অভিযোগ করেন। কিন্তু কেউ ফাঁড়িতে কর্মরতদের মধ্যে মোফাজ্জল শনাক্ত করতে পারেননি।

এইবার ভীমপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে প্রতারক মোফাজ্জল হোসেন হাতেনাতে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করলে তাকে গ্রেপ্তার করে ফাঁড়িতে আনা হয়। আরও জানান, এ ঘটনায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ওসি নুরে আলম সিদ্দিক জানান আটক এস আই দানকারী মোফাজ্জল হোসেনর বিরুদ্ধে থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ