• বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

কলেজছাত্রীকে অপহরণের সময় ৫ নারীসহ ১০ অপহরণকারী আটক

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:- নাটোরের বড়াইগ্রামে কলেজছাত্রীকে অপহরণকালে ৫ নারীসহ ১০ অপহরণকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া পৌরশহরের ছাতিয়ানগাছা সড়কের দক্ষিণ খ্রিস্টানপাড়া এলাকা থেকে স্থানীয়রা অপহরণের জন্য ব্যবহৃত মাইক্রোবাস সহ ১০ অপহরণকারীকে আটক করে। পরে আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জানা যায়, রাজশাহী গোদাগাড়ি এলাকা থেকে মাইক্রোবাসযোগে আসে অপহরণকারীরা। তারা বনপাড়ার ছাতিয়ানগাছা সড়ক থেকে কলেজ ছাত্রীকে জোরপূর্বক তুলে এনে মাইক্রোবাসে ঢোকায়। এ সময় ওই কলেজ ছাত্রী কৌশলে জানালা দিয়ে লাফ দিয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং সকলকে আটক করে।

কলেজ ছাত্রী রাধা রাণী কর্মকার (ছদ্ম নাম), বয়স ১৭ জানান, রাজশাহী গোদাগাড়ির একটি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী সে। কলেজে পড়াশোনার সময় ওই এলাকার শফিউল ইসলাম (২৮) এর সাথে তার প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সুত্র ধরে বিভিন্ন সময় তাকে যৌন নিপীড়ন করতে থাকে শফিউল। এক পর্যায়ে বোনের বাড়ি বনপাড়াতে পালিয়ে আসি। মঙ্গলবার বিকেলে আমার দুই সহপাঠী বান্ধবী আমার বোনের বাড়িতে আমার সাথে দেখা করতে আসে। আমাকে তারা বলেনি যে শফিউল তাদেরকে পাঠিয়েছে।

আমি সরল মনে তাদের নাস্তা খেতে দেই এবং তাদেরকে বিদায় দিতে সড়কে আসি। সেখানে সড়কের অদূরে দাঁড়ানো মাইক্রোবাস দেখে আমি আর যেতে চাই নাই। এক পর্যায়ে মাইক্রোবাস থেকে শফিউল, তার স্ত্রী, ৪ বন্ধু সহ ৮ জন বের হয়ে আসলে আমি ভয়ে দৌড়ে পাশের একটি ঘরে অবস্থান নিই। সেখান থেকে তারা দরজা ভেঙ্গে মুখ চেপে ধরে আমাকে কোলে তুলে মাইক্রোবাসে তোলে। পরে কৌশলে জানালা দিয়ে লাফ দিয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক মাহবুবর রহমান জানান, মেয়েটি হিন্দু সম্প্রদায়ের ও ছেলেটি মুসলিম এবং বিবাহিত। ফলে এ প্রেমের সম্পর্ক আর টিকেনি। মেয়েটিকে প্রাইভেট পড়াতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে প্রেমের সম্পর্ক না রাখায় প্রেমিক শফিউল তাকে অপহরণের চেষ্টা চালায়। এ ব্যাপারে মাইক্রোবাস সহ ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃত সকলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ি এলাকায়। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ