• বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

কচুরিপানার ভিতর থেকে যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ মনসুর আলী:- বগুড়ার সান্তাহারে পুকুরের কুচুরিপানার ভিতর থেকে আকবর হোসেন (২৫)নামের এক যুবকের লাশ উদ্ধার করেছেন স্থানীয় থানা পুলিশ। সে সান্তাহার পৌর এলাকার ঢাকা পট্টি বস্তির মৃত আতোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে। এলাকাবাসির ধারনা তাকে হত্যা করা হয়েছে।

থানা পুলিশ ও এলাকাবাসিরা জানান, বুধবার সকাল ১০টারদিকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের পূর্ব পাশে জোড়া পুকুর নামক পুকুরে মাছ চাষির লোজন ওই পুকুর সংস্কারের কাজ করার সময় কচুরিপানা তুলতে গিয়ে তার লাশ দেখতে পায়। পরে সংবাদ পেয়ে আদমদিঘী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসির ধারনা দূর্বৃত্তরা তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। তার মুখে ও শরীরের বিভিন্ন অংশে ক্ষত চিহ্ন রয়েছে।আদমদীঘি থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে। #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ