বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান। তিনি হাসপাতালে গিয়ে ফখরুলের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
এ সময় রিজভীর সাথে ছিলেন দলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম এবং অন্য নেতাকর্মীরা।
গত রোববার, হঠাৎ অসুস্থ অনুভব করলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার অনুষ্ঠানে উপস্থিত থাকা অবস্থায় প্রচুর ধুলাবালু থাকার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এর পরবর্তী দুই দিন শারীরিক দুর্বলতা অনুভব করছিলেন, যার কারণে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন।