• বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

তানভীর ইমামের গুলশানের বাসায় অভিযান

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৫ মার্চ, ২০২৫
সাবেক এমপি তানভীর ইমাম। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে এবং সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে গুলশান-২ এর পাশে শাহাবুদ্দিন পার্ক সড়কের ৮১ নম্বর বাসায় এই অভিযান শুরু হয়। এর আগে রাত ১১টা থেকে বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখার তথ্য পেয়ে বাড়িটি ঘেরাও করে রাখে বিপ্লবী ছাত্র-জনতা।

বিষয়টি নিশ্চিত করে বিপ্লবী ছাত্র-জনতার প্রতিনিধি রাজিব ঢাকা মেইলকে জানান, রাত ১২টার পর থেকে সেই বাসায় অভিযান চলছে। ইতোমধ্যে বাসাটির চতুর্থ এবং পঞ্চম তলা তল্লাশি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কিছু মেলেনি।

বাসাটির দ্বিতীয় তলায় এইচ টি ইমামের ছেলে এবং তার অবৈধ বিপুল পরিমাণ টাকা রয়েছে বলে ধারণা করছেন তারা। এই রিপোর্ট লেখা পর্যন্ত এইচটি ইমামের ছেলেকে গ্রেফতার বা আটকের খবর মেলেনি।

এর আগে গত ২ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, তার স্ত্রী মাহিন ইমাম ও কন্যা মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে তাদের বিরুদ্ধে এসব মামলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ